ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৩ সালের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আমিন পিয়াস সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সামিউল ইসলাম সামি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৬ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তারা আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাকিল আহমেদ, মরিয়ম আক্তার মুক্তা, তাহসিন বিন আল হাসান বাপ্পি, ওবায়দুর রহমান আনাস, মোর্শেদ আলম, নুরুল ইসলাম ও মশিউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক রিমন আহমেদ, পিয়েল হাসান ইয়াসিন, মেহেদী হাসান তানভীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ, শিহাব আহমেদ, আইরিন হাসান, মোঃ মামুন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রাফি, সহ-অর্থ সম্পাদক ইমতিহান ইরা, দফতর সম্পাদক ফুয়াদ হাসান,উপ-দফতর সম্পাদক আশরাফুল ইসলাম। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সিয়াম, উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ প্রচার সম্পাদক জান্নাতুল মাওয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আজিমুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্পি আরা অর্থি, ক্রীড়া সম্পাদক তানজিল হাসান পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক জুনায়েদ খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোবারক হোসেন আশিক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সিয়াম আহমেদ সিফাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবাইয়াত হাসান তানিয়া এবং সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক তুহফাহুল জান্নাত।
এছাড়া নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ইমরান খান, মাহফুজুর রহমান সিয়াম, মাশরাফী হাসান মৃধা, মনিরুজামান, হৃদয় মিয়া, হেমায়েত উল্লাহ, উবায়দুল হক ছোয়াদ, বিল্লাল হোসেন, ইসরাত জাহান ইভা, রাইসুল রনি, সায়মা আক্তার, সজিব আহমেদ, নুসরাত জাহান সুমাইয়া ও আবু নাঈম।
সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে আছেন ইকরামুল হক টিটু, এডভোকেট শাহ মনজুরুল হক, অধ্যাপক ড. আবু রায়হান, অধ্যাপক ড. মিন্নাতুল করিম, ড. হাসানুজ্জামান, শফিউল্লাহ লিখন, মাহমুদুল হাসান রাকিব, এডভোকেট আনসারুল্লাহ আরিফ, এবিএম রিজওয়ান উল ইসলাম, হাসিবুল হাসান, সামিউল ইসলাম সামি ও ইমতিয়াজ আহমেদ সানি।
এসজে/আরইউ