আল জাবের রাফি, বুটেক্স প্রতিনিধি
গত ১১ই অক্টোবর বাধন-বুটেক্স ইউনিট আয়োজনে অনুষ্ঠিত হয় 'বাঁধন বুটেক্স ইউনিটের ডোনার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান -২০২৩, ব্লাড সেল ভেনিয়া' । অনুষ্ঠানটি বেলা ৩:৩০ থেকে শুরু হয়। এই আয়োজনে ছিল বিদায়ী ৪৫ তম ব্যাচের স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা এবং নবীনতম ৪৮ তম ব্যাচকে বরণসহ নানা কর্মসূচি।
উল্লেখ্য বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। সারা বাংলাদেশব্যাপী বাঁধনের কার্যক্রম পরিচালিত। বাঁধন-বুটেক্স ইউনিট গত ১৭ বছর যাবত বুটেক্সে তাদের কার্যক্রম বেশ সফলতার সাথে পরিচালনা করে আসছে।এই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে রক্তের চাহিদা রয়েছে এমন মানুষদের মেলবন্ধনের পাশাপাশি আরো বিভিন্ন সেবা এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে।
যার মধ্যে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি, সুবিধাবঞ্চিতদের ঈদবস্ত্র এবং শীতে শীতবস্ত্র বিতরণ অন্যতম।এরই ধারাবাহিকতায় বাঁধন আয়োজন করে এই সিগনেচার প্রোগ্রাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রোফেসর ড: শাহ আলিমুজ্জামান।গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ইঞ্জি: আব্দুস সোবহান সিআইপি, ম্যানেজিং ডিরেক্টর, অকোটেক্স গ্রুপ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: ওয়ালিউল ইসলাম স্বপন, এক্সিকিউটিভ ডিরেক্টর, মন্ডল গ্রুপ, সেক্রেটারি, আই ই বি টেক্সটাইল ডিভিশন, এবং ইঞ্জি: মো: কামরুজ্জামান খান, ম্যানেজিং ডিরেক্টর, প্রোটেক্স কালার ক্যাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাবেরি মজুমদার , রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়,ড: মো: রিয়াজুল ইসলাম, ডিরেক্টর অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং তরিকুল ইসলাম টিপু, সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সময় জার্নাল/এলআর