স্পোর্টস ডেস্ক:
এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ চলমান ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচই জয় দিয়ে শুরু করেছে তারা। এবার প্রথমবারের মতো হারের স্বাদ পাবে যেকোনো একটি দল। এমন অবস্থায় আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে মাঠে নামার আগে ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১৩৪ ম্যাচে। এর মধ্যে ভারত জিতেছে ৫৬টি আর পাকিস্তান ৭৩টি। যদিও ওয়ানডে বিশ্বকাপে চিত্র ভিন্ন। যেখানে সাতবারের লড়াইয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। একচেটিয়া আধিপত্য ভারতের।
এছাড়া এবারের বিশ্বকাপে দুদলই এখনও শতভাগ সফল। ভারত পরাস্ত করেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। এর মধ্যে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। সেই দুর্দান্ত জয়ের বিশ্ব মঞ্চে ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ড মুছে ফেলার জন্য আত্মবিশ্বাসী ম্যান ইন গ্রিনরা। অন্যদিকে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে মরিয়া হয়ে থাকবে স্বাগতিকরা।
পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে আজ একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। আফগানদের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন ওপেনার ইশান কিশান। তবে আজ বাবরদের বিপক্ষে দলে নেই তিনি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শুভমান গিল। অপরদিকে ভারতের বিপক্ষে ম্যাচে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে পাকিস্তান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর।
পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আবদল্লাহ শফিক,মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী।
এমআই