ঢাবি প্রতিবেদক : ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী
রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বুয়েটের শহীদ মিনারের সামনে আয়োজিত এ সমাবেশে ফিলিস্তিনের মুক্তির দাবি করেন তারা।
একইসাথে তারা 'আমেরিকা স্টপ হেল্পিং ইসরায়েল', 'ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র', 'ফিলিস্তিন বাঁচাও', 'ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর' 'ফিলিস্তিন মুক্ত কর' শীর্ষক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক দুই শিক্ষার্থী লিখিত বক্তব্য পাঠ করেন। তারা বলেন, 'যে রাষ্ট্রে ইসরায়েল বসবাস করছে, তা তাদের ভূমি নয়। তা অন্যায়ভাবে দখল করা হয়েছে। বিগত কয়েকদিন ফিলিস্তিনে ইসরাইলের হামলায় প্রায় ২ হাজার লোক নিহত হয়েছে। আর আহত হয়েছে হাজার হাজার মানুষ। গাজায় বন্ধ রাখা আছে বৈদ্যুতিক সংযোগ, পানি সংযোগ। মুহুর্মুহু বোমা হামলার বাড়িঘর তছনছ করে দেয়া হয়েছে। বহু পরিবার সর্বহারাতে পরিণত হয়েছে । তাদের হাসপাতালগুলোতে আহত শিশুর আর্তনাদ, আর গণকবরে শিশুদের লম্বা সিরিয়াল। হাসপাতালগুলোও ধ্বংস করে দেয়া হয়েছে। ফিলিস্তিন আসল ফিলিস্তিনিদের জন্য জীবন্ত গণকবর হয়ে উঠেছে। এমতাবস্থায়, মানবতার এই ক্রান্তিকালে, ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে সমর্থন দেয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।'
সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফিলিস্তিন মুক্তির জন্য দোয়া করেন শিক্ষার্থীরা।
এসজে/আরইউ