চবি প্রতিনিধি : ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একই সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাবেশে ছাত্রলীগের ‘সেভ গাজাথ ‘ফ্রি প্যালেস্টাইনথ, ‘উই ¯ট্যান্ড উইথ প্যালেস্টাইনথ, ‘প্যালেস্টাইন হলোকাস্টথ, ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইনথ ‘ইসরায়েল হটাও, ফিলিস্তিন বাঁচাও স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতা সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনিদের নিজ ভূখন্ডে অবরুদ্ধ করে রেখেছে, নির্বিচারে মানুষ হত্যা করে চলছে। স্বাধীন ফিলিস্তিনিদের প্রতি বঙ্গবন্ধুর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকুন্ঠ সমর্থন দিয়েছে। দেশবাসী এবং বিশ্বকে জানানোর উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায় আমাদের আজকের এই কর্মসূচি।
সমাবশে মো. আফনান সজীব বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও দখলদারির পথ ছেড়ে দিয়ে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে পুনরায় পাসপোর্ট সংশোধন করতে হবে। ইসরাইলে যাওয়া বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে। আমরা একই সাথে শিক্ষার্থী ও বাঙালি হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। সেই সাথে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাই।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর চৌধুরী, আমরুল আমিন আরফাত, সামদানী জিকু, সাবেক তথ্য ও গবেষণা উপ সম্পাদক মঈনুল তালুকদার।
এসজে/আরইউ