ফাহিম হোসেন, ঢাবি প্রতিনিধি:
গবেষণায় উন্নত পরিবেশ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সমম্বয় ও পর্যবেক্ষণ সেল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভান্স রিচার্স ইন সায়েন্সেস (কারস) ভবনে উপাচার্য আখতারুজ্জামান এটি উদ্বোধন করেন।
এতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
গবেষণার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় করা, গবেষণা ফান্ড সংগ্রহ এবং সকলের সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করাসহ মানসম্পন্ন গবেষণার উন্নত পরিবেশ সৃষ্টিতে এই প্রতিষ্ঠান কাজ করবে। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং আগ্রহী করে তুলতেও এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এই সেল গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতিকে বিশেষ মর্যাদায় নিয়ে যাবে। গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
ডিইউআরসিএমসি-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর