ফাহিম হোসেন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে সিট দখল করে থাকছেন এক বহিরাগত।
তার নাম এনামুল হক আপন। তিনি তিতুমীর কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। মুহসীন হলের এক্সটেনশনের ১০২৮ রুমে বরিশাল জোনের একটি সিটে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের পরিচয়ে তিনি হলে থাকেন।
এ বিষয়ে এনামুলের সাথে কথা হয় সময় জার্নালের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও হলে থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি ২০১৯ সাল থেকে মুহসীন হলের এই সিটে থাকি।' তবে কার পরিচয়ে তিনি সিটে আছেন তা স্বীকার করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একই বর্ষের এক শিক্ষার্থী জানান, প্রথম বর্ষে গণরুমে থাকার সময় আমরা এর প্রতিবাদ করেছিলাম। তবে সিনিয়রদের কারণে মুখ বন্ধ করত হয়েছে।
একাধিক শিক্ষার্থী থেকে জানা যায়, তিনি লাইব্রেরী এরিয়ায় বই, কারেন্ট এফেয়ার্সসহ শিক্ষাসামগ্রী বিক্রি করেন। বিজ্ঞান লাইব্রেরীর পাশে তার একটা বইয়ের দোকান রয়েছে।
এ বিষয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপনি এ বিষয়টি আর কাউকে বলবেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান বলেন, আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
এমআই