অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জবিস্থ রাজবাড়ী জেলার ছাত্র ছাত্রীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে আগামী এক বছরের জন্য রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান প্রামাণিক।
সংগঠনটির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন নেতৃত্ব সংগঠনকে আরো বেগবান করবে বলে প্রত্যাশা সংগঠনটির উপদেষ্টাদের।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হুজ্জাতুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাথী বালা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আশিকুর রহমান, নাইমুর হাসান।
বিজ্ঞপ্তিতে উক্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়।
সময় জার্নাল/এসআর