বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি জানিয়েছেন সাতক্ষীরার জাতীয় ইমাম সমিতি

মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩
ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি জানিয়েছেন সাতক্ষীরার জাতীয় ইমাম সমিতি

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি: 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার  বেলা ১১টায় সাতক্ষীরার শহরের লাবনী মোড় সংলগ্ন শহীদ আলাউদ্দিন চত্ত¡রে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। 
জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাও. জাহাঙ্গীর আলম, মাওঃ মনিরুল ইসলাম ফারুকী,  মাও. তরিকুল ইসলাম, হাফেজ মাওঃ জুলফিকার আলী, মাওঃ শাহাদাত হোসেন, মাওঃ রুস্তম আলী, মাওঃ মাহামুদুল হাসান, মাওঃ আফজাল হোসেন,  মাওঃ মোতাহার হোসেন মুমিন,  মাওঃ মোমাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম,  হাফেজ কামরুল হাসান প্রমুখ।

মানববন্ধনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলের বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়ের সামিল। আমরা ইসরায়েলের সরকারসহ তাদের মদদদাতাদের স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাদেরকে কঠোর মূল্য দিতে হবে। আমরা মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিলাম ঠিক সেভাবে ইসরাইলকেও নত করবো।

ইমাম সমিতির নেতৃবৃন্দ ফিলিস্তিন নাগরিকদের উপর সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার ধিক্কার জানিয়ে আরো বলেন, এই হামলা ও চলমান সহিংসতার জন্য ইসরাইল একাই দায়ী। অনতিবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। একইসাথে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলকে দ্রæতকার্যকর পদক্ষেপ নিতে হবে। 

তারা বলেন, বিশ্ববাসীর কাছে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে, চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোন সমাধান হবে না। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসঙ্ঘ, শান্তিকামী বিশ্ববাসী ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন। 

এসময় বক্তারা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডা. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বলেন, ফিলিন্তিনিদের উপর বর্বর হামলার মধ্যদিয়ে যেখানে মানবতার চরম লঙ্ঘন করছে ইসরাইল।  ঠিক সেই সময় ড. মুহাম্মদ ইউনূস ইসরাইলকে একশো কোটি টাকার সহায়তা দিয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। যেটা একজন বাংলাদেশি হিসেবে সবার জন্য অত্যান্ত লজ্জার ব্যাপার।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল