বাকৃবি প্রতিনিধি:
ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সমাবেশে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ৫ দফা দাবি তুলে ধরে।
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৫ দফা দাবিগুলো হচ্ছে, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রদান, সাইবার নিরাপত্তা আইন সহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করা, শিক্ষা উপকরণসহ সকল নিত্যপণ্যের মূল্য হ্রাস এবং সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরন।
সমাবেশে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি অনিমেষ ভট্টাচার্য্য’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিবিড় কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব দাস এবং ময়মনসিংহ নগর কমিটির সদস্য তানজিল হোসেন মুনিম।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে যে ফ্যাসিবাদী দু:শাসন কাল পার করে আসছি তার ফলশ্রুতিতে আজ আমাদের এই পরিণতি। সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকল সিন্ডিকেট আজ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। একইভাবে শিক্ষাপণ্যের দাম বৃদ্ধিতে শিক্ষা আজ সাধারণ শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন না থাকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে। আজ সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন আইন প্রয়োগ করে সাধারণ মানুষের বাকস্বাধীনতাকে হরণ করা হচ্ছে।
এমআই