তিতুমীর কলেজ প্রতিনিধি:
তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আইবিএস বিহংগ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নুর আলম লিটন। আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে অবদান রাখতে ২০১৭ সালে গঠিত হয় তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
গতকাল সোমবার (১৭ অক্টোবর) উপদেষ্টা মণ্ডলিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৬ সদস্যের নতুন কমিটির অনুমোদ দেওয়া হয়। এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান তুষার, শামস কিবরিয়া, রায়হান আলী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন মাসুদ রানা, শারমিন সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন সাকিলা পারভীন, মীর অমিত হোসেন।
নতুন কমিটি প্রসঙ্গে শিক্ষক উপদেষ্টা কামরুন নাহার (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ) বলেন, ‘আমরা সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার চেষ্টা করি। আমি আশা করব, নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করবেন।’
প্রধান উপদেষ্টা আক্তার হোসেন বলেন, ‘নতুন যারা দায়িত্ব পেয়েছেন সকলের জন্য শুভকামনা। এই সংগঠন বরাবরই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
সদ্য সাবেক সভাপতি এবং উপদেষ্টা শামিম হোসেন শিশির বলেন, ‘নওগাঁ জেলা থেকে ঢাকার দূরত্ব প্রায় আড়াইশ কিলোমিটার। এতো দূর পড়তে এসে নতুন শিক্ষার্থীদের অনেকে অনেক সমস্যায় পরে। মূলত তাদের শিক্ষা, আবাসনসহ সব ধরনের সহাযোগিতা করা এবং সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নই এই সংগঠনের মূল লক্ষ্য। অনেক আগ থেকে এর কার্যক্রম পরিচালনা হলেও ২০১৭ সালে সাংগঠনিক রূপ পায় এটি। নওগাঁ জেলার শিক্ষার্থীদের জন্য এই সংগঠনটি দ্বিতীয় পরিবারের মতো। আমি আশা করব, শিক্ষার্থীদের কল্যাণে অনন্তকাল অব্যাহত থাকুক এই সংগঠনের কার্যক্রম। দায়িত্বপ্রাপ্ত সকলের জন্য শুভকামনা।’
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আইবিএস বিহংগ বলেন, ‘আমাকে সভাপতি হিসেবে যোগ্য মনে করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টামণ্ডলীদের প্রতি। দীর্ঘদিন যাবত এই সংগঠনের সঙ্গে আছি আমি। এই সংগঠন এগিয়ে নিতে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব ইনশাআল্লাহ।’
সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া নুর আলম লিটন বলেন, ‘আমাকে এই পদে মনোনিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি। তিতুমীর কলেজে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের যেকোন বিষয়ে আমরা পাশে আছি ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন কার্যক্রম সংগঠিত করে আসছি। আগামীতেও তা অব্যাহত থাকবে।’
এমআই