ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন” গ্রীন ভয়েস” এর ২০২৩ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজিদুল ইসলাম উজ্জ্বল সভাপতি ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) সংগঠনটির প্রধান সমন্বয়ক আলমগীর কবির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আহসান হাবীব রানা, নাহিদ কামাল ও আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, আল আমিন, হাফসা মেহেদিন শ্রাবণী ও শোয়াইব বিন আছাদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে অবন্তী বিশ্বাস, হাসিবুর রহমান, নূর আলম মিয়া ও মিলন রানা মুরাদককে মনোনীত করা হয়েছে।
এমআই