জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি রুমে এই আয়োজন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বিএনসিসির মাভাবিপ্রবি প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম লিটন ।
প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম লিটন বলেন, "বিএনসিসি অত্যন্ত সুশৃঙ্খল একটি সংস্থা। ক্যাম্পাসে এই সংগঠনটি খুবই সুসংগঠিত ভাবে দায়িত্ব পালন করছে। বিএনসিসির সদস্যদের ক্যাম্পাসকে সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক।" এই সময় বিএনসিসি নতুন পদবীদের নাম ঘোষণা করেন ছেলেদের মধ্যে ১ জন সার্জেন্ট এবং ৩ জন কর্পোরাল,৩ জন ল্যান্স কর্পোরাল। সার্জেন্ট হলেন নাজমুল হাসান তৌফিক এবং কর্পোরাল হলেন আজহার উদ্দিন মো: সাদি, মো: সাফিন,মো: কামাল মিয়া ও ল্যান্স কর্পোরাল হলেন মো: সবুজ, ইয়াসিন আরাফাত, স্যাকলাইন এহসান সাব্বির । মেয়েদের মধ্যে ১ জন সার্জেন্ট হলেন হৈমন্তী সরকার এবং ৩ জন কর্পোরাল হলেন- মিথিলা ফারজানা, হোমায়রা হোসেন, , আনিকা আমিন, ৩ জন ল্যান্স কর্পোরাল হলেন রুপা মজুমদার, মৌমিতা চৌধুরী মৌরি, গ্যালারী চাকমা।
নতুন সার্জেন্ট নাজমুল হাসান তৌফিক বলেন-আমার ওপর নতুন দায়িত্ব অর্পন করা হয়েছে। আমি চেষ্টা করব, আমাদের সকল বিএনসিসি সদস্যদের নিয়ে সুশৃঙ্খল একটি প্লাটুন তৈরি করতে।
এমআই