তিতুমীর কলেজ প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ০৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ।
১৯ অক্টোবর(বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশ অনুযায়ী, ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও পূর্ণিমা’র অবকাশকালীন ছুটি উপলক্ষে কলেজের ক্লাস স্থগিত থাকবে। তবে, এসময় কলেজটির ছাত্রাবাস ও ছাত্রীবাস চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কলেজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ২০/১০/২০২৩ থেকে ২৮/১০/২০২৩ তারিখ পর্যন্ত “শ্রী শ্রী দুর্গা পূজা (বিজয়া দশমী), ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং প্রবারণা পূর্ণিমা'র অবকাশকালীন ছুটি” উপলক্ষে কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অবকাশকালীন ছুটি থাকাকালীন সময়ে ২২/১০/২০২৩ তারিখ থেকে ২৬/১০/২০২৩ তারিখ পর্যন্ত স্ব স্ব বিভাগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ সকাল ৯:৩০ মিনিটে কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষ মহোদয়ের কক্ষে উপস্থিতি স্বাক্ষর করবেন এবং দুপুর ২:০০টা পর্যন্ত বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হলো।
সময় জার্নাল/এলআর