আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় বোমাবর্ষণ করছে ইসরাইল।হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৩৮৫ জনে। আর ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ এর ঘরে এসে থেমে গেছে। গত কয়েকদিন ধরে কোন ইসরাইলি মারা যাচ্ছে না।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করা হবে বলে জানিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর আল-জাজিরার।
গাজার উত্তরাংশে (গাজা সিটি) এখনো যারা অবস্থান করছেন, তাদের সতর্ক করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তারা গাজার উত্তরাংশে অবস্থানকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে যেতে বলেছে।
ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, যুদ্ধের পরবর্তী পর্যায়ে ইসরাইলি বাহিনীর ঝুঁকি কমাতে তারা গাজায় হামলা বাড়াবে।
গাজায় একটি স্থল অভিযান চালাতে পারে ইসরাইল। সম্ভাব্য এ অভিযান সামনে রেখে ইসরাইলি বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। তারা গাজা সীমান্তে জড়ো করেছে বিপুলসংখ্যক ট্যাংক ও সেনা। তবে এ অভিযান কবে, কখন শুরু হতে পারে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল।
এসজে/আরইউ