এম.পলাশ শরীফ, বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শারদীয় উৎসবে সনাতন হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন কালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, মুক্তিযোদ্ধার চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের সকল ধর্মের মানুষকে সুরক্ষা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার। সকল সম্প্রদায়িকতা বিষ তুলে ফেলে মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহব্বান জানান।
রবিবার রাতে উপজেলার পৌর শহরের শ্রী শ্রী হরিসভা মন্দির, সেরেস্তাদারবাড়ি দূর্গা মন্দির, সাদক রামপ্রসাদ কালি মন্দির, জিউধরা, দৈবজ্ঞহাটী, বলইবুনিয়া বারইখালী, ছোলমবাড়িয়া, মোরেলগঞ্জ সদর, বনগ্রাম, হোগলাপাশা সহ ৭৬ টি পূজা মন্ডপের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান সোহাগ।
এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, খুলনা সিটি কর্পেরেশনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা হরিসভা কমিরি সভাপতি রনজিৎ কুমার ঘরাই, খাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, এসএম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, বলাইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি মুসফিকুর রহমান নাহার, যুবলীগ নেতা খান
হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপম, কলেজ ছাত্রলীগের সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান সোহাগ বিভিন্ন পূজা মন্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরের নেতৃবৃন্দের হাতে হিন্দু কল্যাণ ট্রাষ্টের একটি অনুদানের চেক হস্তান্তর করেন।
এমআই