দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের উপজেলার ঐতিহ্যবাহী ছত্রকান্দা গ্রামের গোবিন্দ চন্দ্র মল্লিকের বাড়িতে শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আই এর নিয়োমিত শিল্পী (চারবার জাতীয় পুরুস্কারপ্রাপ্ত) পৌশী পোদ্দার, চ্যানেল আই ও এটিএন বাংলা শিল্পী আলভিয়া আফরোজ জয়ী, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আপন রায়, নিয়োমিত শিল্পী সুলতানা রাজিয়া পপি, গিটারিস্ট সাম্য, নাঈম’সহ একঝাক তরুন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া স্থানীয় শিল্পিরাও সঙ্গীত পরিবেশনে অংশ নেয়।
এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি সাবেক গনপূর্ত সচিব শহিদুল্লা খন্দকার। বিশেষ হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, কোটালিপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা’ কোটালিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আয়নাল হোসেন শেখ, কোটালিপাড়া এসিল্যান্ড (ভূমি) সাইফুল ইসলাম, কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, গোপালগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাসসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজার হাজার দর্শক সমাগমে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এখানে বসে জমজমাট গ্রাম্য মেলা। অনুষ্ঠান সঞ্চলনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ পোদ্দার।
সময় জার্নাল/এলআর