মেহরাজ হোসেন, মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ভাইসহ চারজনকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা নাগাদ উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইটের বিপরিত দিক থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে মোঃ ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (২৩), আলা উদ্দিনের দুই ছেলে রেজাউল করিম (২৪) ও মোঃ ফজল করিম (২১)।
র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টা নাগাদ জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি চালিত অটোরিক্সা সহ দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃৃশ বড় ছোরা, ২ বোতল বিদেশী মদ ও ০১ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরো জানান, তাদের সাথে থাকা সিএনজি অটোরিক্সা ডাকাতির কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও পরস্পর যোগসাজশে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ ও গাঁজা) চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানান তিনি। আটককৃত আসামীদের আটক কওে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআই