স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আগে বল করতে নেমে নাহিদা আক্তারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তানকে ৮২ রানেই অলআউট করে বাঘিনীরা। আর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে তিন বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
পাকিস্তানের দেয়া ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই বাংলাদেশী ওপেনার শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। দলীয় ১২ রানেই ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন শামিমা। এরপর ক্রিজে মুর্শিদার সঙ্গী হন সুবহানা মুস্তারি।
স্কোরবোর্ডে ৩৩ রান ওঠতেই আজ দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের, সুবহানা সাজঘরে ফিরেন ২৫ বলে ১৬ রান করেই। এদিকে ক্রিজে থাকা আরেক ওপেনার মুর্শিদা ২৩ রান করে সাজঘরে ফিরেন দলীয় ৫৭ রানে। পরে দ্রুত আরও এক উইকেট হারালেও শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির দৃঢ়তায় ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এর আগে টসে জিতে বোলিং করতে নেমে আজ শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। নাহিদাঁ আক্তারের ঘূর্ণিতে আজ শুরুতেই বিপাকে পড়ে সফরকারীরা। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। বল হাতে নাহিদা আজ একাই নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিঙ্গূর নাহিদার স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত পাকিস্তান ১৯.৪ বলে ৮২ রান তুলেই অল আউট হয়।
এমআই