রাকিবুল ইসলাম, ডিআইইউ প্রতিনিধি:
ইট পাথরে গড়া ভবনের সঙ্গে সবুজ প্রকৃতি। এর মাঝে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই।
ফুলের সৌন্দর্য ব্যঞ্জনায় যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
সারা বছর নানা প্রজাতির ফুলে সুশোভিত থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতকালে এ সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। ক্যাম্পাসের বিভিন্ন অফিস ও রাস্তার পাশে প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিচিত্র ধরনের ফুলের বাগান।
এ ছাড়াও বাদ যায়নি প্রশাসনিক ভবন, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর। এখানে শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল। এদের মধ্যে গাঁদা, কৃষ্ণচূড়া, মুসুন্দা, সোনালু, কসমস, রঙ্গন, জবা, ঝাউ অন্যতম।
এ ছাড়াও বিভিন্ন পাতাবাহারসহ নানা জাতের ফুল ও বিভিন্ন বৃক্ষরাজিসহ প্রায় অসংখ্য প্রজাতির গাছ রয়েছে এখানে। প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের এই সৌন্দর্য উপভোগ করে। মাঝে মাঝে কেউ সেলফি, কেউ গ্রুপ ছবি এবং কেউবা সবুজ প্রকৃতির সাথে মিশে থাকা ফুলের অপার সৌন্দর্য উপভোগ করে।
শিক্ষার্থীরা বলছেন, ফুলের বাগান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এছাড়া শিক্ষার পরিবেশকেও সৌন্দর্যমণ্ডিত করেছে।
বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছোটন মজুমদার জানান, জায়গাটা অনেক সুন্দর। এই প্রকৃতিতে ফোটা ফুলগুলোর জন্য ক্যাম্পাসটা আরও সুন্দর লাগে। বিভিন্ন স্থানে ফুলের সমারোহ থাকায় মন হয়ে ওঠে প্রাণবন্ত।
সময় জার্নাল/এলআর