নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে প্রথমে তিনটি ও পরে আরও চারটি ইউনিট যোগ দিয়েছে। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলীর খাজা টাওয়ারের ১৪ তলা বিশিষ্ট ভবনের ১৩ তলায় আগুন লাগে। এতে ভবনটির ভেতরে আটকে পড়া লোকজন ছাদে আশ্রয় নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ১৪ তলা ভবনটির ছাদে রশি বেঁধে দেওয়া হয়েছে। সেটা ধরেই ভেতরে আটকে পড়া লোকজন একে একে নীচে থাকা পাশের ভবনের ছাদে নেমে আসছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআই