মো: জাহিদুল ইসলাম শামীম
তোমরা যারা হাসতে হাসতে মানুষ মারতে পারো
মানবতার কথা তোমরা কেমনে বলতে পারো!
মানবতার সংগা দেখি তোমার কাছে ভিন্ন
বোমা মেরে, গুলি ছুড়ে করছো দেহ ছিন্ন।
দিলে তোমার মানবতার নাই কি কোনো চিহ্ন!
জগৎ এ কোন ভাবধারাতে চলছে অবিরত
পাচ্ছি খবর প্রতিদিনই মরছে শত শত,
মানুষ নয় আজ মূখ্য তাদের, মূখ্য তেজারতি
লাশের পরে লাশ মরেছে, হচ্ছে মহা ক্ষতি।
তোমার তাতে চিন্তা নাই এক রত্তি।
তবু তোমরা মানবতার ফেরিওয়ালাই থাকো
শাকের আটি দিয়ে তোমরা মাছের মাথা ঢাকো!
মিথ্যে তোমার মানবতা, মিথ্যে শ্লোগান
লুণ্ঠিত আজ মানবতা, চলুক তব গান।
চাইবো তবু মানুষ থাকুক, মানবতা অম্লান।
লেখক : মো: জাহিদুল ইসলাম শামীম
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শরণখোলা, বাগেরহাট।