নাটোর প্রতিনিধি : বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার সকালে নাটোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের কানাইখালীতে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ শান্তি সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু ও মোস্তাক আলী মুকুলসহ অন্যরা।
এ সময় তারা বলেন, জনগন অবরোধ হরতাল মানে না তাই তারা রাস্তায় নেমে এসেছে। জনগনের প্রতি আস্থা থাকলে তাদের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসুন, সবাই আপনাদের সাধুবাদ জানাবে।
এসজে/আরইউ