বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দীর্ঘ ৬ বছর পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (১ নভেম্বর)। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে বিকাল ৩টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ড. হাসিনা খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া, উদ্ভোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং প্রধান বক্তা হিসেবে থাকবে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পদ প্রত্যাশীদের চাওয়া ছিল সম্মেলন ও নতুন নেতৃত্ব। সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পরে নির্বাচনকে সামনে রেখে শেকৃবিতে সম্মেলন হতে যাচ্ছে। বর্তমানে ছাত্রত্ব আছে, বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে এবং ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে এমন কর্মীদের সাথে নিয়ে একটি জাঁকজমকপূর্ণ সুষ্ঠু সমাবেশের আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করব।’
এর আগে ২০১৭ সালের ২৮ নভেম্বর এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এসজে/আরইউ