নিজস্ব প্রতিনিধি:
বেতন বৃদ্ধি ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মিরপুর পূরবী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে পূরবীর মূল সড়কে অবস্তান নেয় ইপিলিয়ন, আপেলোর ও স্ট্যান্ডার্ড কারখানার শ্রমিকরা। অবস্থানের কারণে এই সড়ক দিয়ে গণপরিবহন চলছে না।
এর আগে গতকাল বুধবার মিরপুরে সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকরা। এতে মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস ও বাসন সড়ক এলাকার আজও বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা। শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামে।
এরপর চৌধুরীবাড়ি এলাকায় বেলমন্ড গার্মেন্টস, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড ও রুয়া ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়।
সময় জার্নাল/এলআর