আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সোমবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার হাজার ১০৪ শিশু এবং দুই ৬৪১ জন নারী রয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ পর্যন্ত ইসরাইলি হামলায় আরো ২৫ হাজার ৪০৮ আহত হয়েছে।
এদিকে হামাসের আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে বোরবার জানিয়েছে, ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধে এবার বড় ধরনের সফলতা পেয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
তারা গত ২৪ ঘণ্টা ছয়টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। একইসাথে হত্যা করেছে বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য।
তারা আরো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম ব্রিগেড সদস্যরা রোববার সকাল থেকেই ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা শুরু করে। এ সময় তারা নিজেদের তৈরি ইয়াসিন ১০৫ দিয়েই ইসরাইলি বাহিনীর মোকাবেলা করে।
পরে তারা গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরাইলি ট্যাঙ্ক, তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দু’টি ট্যাঙ্ক এবং বাইত আল-হানুনে (উত্তর গাজা উপত্যকায়) তিনটি ট্যাঙ্কসহ মোট ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করে।
ইরান ও ইরানপন্থী লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, গাজা যুদ্ধে জড়িত হয়ে যদি তারা সঙ্ঘাত বাড়ায়, তবে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সূত্রে কাতারভিত্তিক সংবাদপত্র আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সময় জার্নাল/এলআর