শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আবুধাবি টি-টেনের সূচি ঘোষণা

মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩
আবুধাবি টি-টেনের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সময়সূচি চূড়ান্ত হয়েছে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই আসর অনুষ্ঠিত হবে।

এবারের আসরে প্রথম ম্যাচ মাঠে গড়াবে চলতি বছরের ২৮ নভেম্বর। আর টুর্নামেন্ট চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়ন ডেক্কান গ্ল্যাডিয়েটর্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে।

প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সাথে। সবশেষ দুই দল মিলিত হবে ফাইনালে।

টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক জানান, গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি।

আবুধাবি টি-টেন লিগ আইসিসি স্বীকৃত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজিত বিশ্বব্যাপী জনপ্রিয় একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি দল প্রতি ইনিংসের ৯০ মিনিটে ১০ ওভার খেলার সুযোগ পায়। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল