স্টাফ রিপোর্টার : সারাদেশে তৃতীয় দফায় শুরু হয়েছে বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধ। ঢাকায় যাত্রীর সংখ্যা কম থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী সংকটে ছাড়ছে না দূরপাল্লার বাসগুলো।
গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাসস্ট্যান্ডসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। দু-একটি বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতে দেখা গেছে। আজ বুধবার সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও।
কুড়িল বিশ্বরোড এলাকায় দাঁড়িয়ে থাকা তানভীর সময় জার্নালকে বলেন, আমার অফিস মতিঝিলে। বাস চলাচল স্বাভাবিক রয়েছে, যাত্রীও রয়েছে। আরেক যাত্রী জুবায়ের উত্তরা উত্তরখান থেকে নিজস্ব মোটরসাইকেল করে যমুন ফিউচার পার্কে আসেন। তিনি বলেন, অবরোধে যান চলাচল যেমন স্বাভাবিক ও যানজটও নেই। ফলে স্বাচ্ছন্দেই আসা যায়।
ভিক্টর পরিবহনের বাস চালক এ প্রতিবেদককে বলেন, পেটের দায়ে কাজে বের হয়েছি, কাজ না করলে সন্তানরা কষ্ট করবে। ভয় থাকলেও দায়িত্বের কারণে কাজ করছি, তবে সড়কে প্রশাসনের সরব উপস্থিতি রয়েছে তাই গাড়ি নিয়ে বের হতে সাহস পাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক মহাখালি বাস স্ট্যান্ডের ইমাম পরিবহনের এক চালক সময় জার্নালকে বলেন, অবরোধে আমাদের বাস বন্ধ রয়েছে, এ বাসস্ট্যান্ড থেকে সারাদিনে েএকটি বা দুটি গাড়ি চলাচল করে। তবে যাত্রীর সংখ্যা কম। যাত্রী থাকলে বাস ছেড়ে যায়। একই কথা জানালেন অন্যান্য বাস স্ট্যান্ডের চালক ও কাউন্টার মাস্টাররা।
আরইউ