আল জাবের রাফি,বুটেক্স প্রতিনিধি :
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী দুই বছরের জন্য নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা এবং সহকারী প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়। গেলো ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮০তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবনিযুক্ত প্রক্টর টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি এর আগে ২ বছর (২০১৭ - ২০১৯) প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা আমাকে কাজ করতে সাহায্য করবে। আমার কাজ হলো বিশ্ববিদ্যালয়ের নিয়ম- শৃঙ্খলা যথাযথভাবে প্রয়োগ করা। যখন যে দায়িত্বে ছিলাম তা যথাযথভাবে পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে পারলে নিজের কাছে ভালো লাগে, আত্ম তৃপ্তি কাজ করে। যখন সেই সমস্যা আসবে সেটা সমাধান করতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
সদ্য গত প্রক্টরের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অসহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কে কী করেছেন সেটা আলোচনা করতে এখন প্রস্তুত নই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করে যাবো। এতে আমি বিশ্ববিদ্যালয়ের সকল মহলের সহযোগী কামনা করছি।
উল্লেখ্য, এর আগে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মশিউর রহমান
এমআই