ক্রীড়া প্রতিবেদক:
মইন আলিকে অনেকটা বেরিয়ে এসে খেলার চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হলেন শেষ ব্যাটসম্যান পল ফন মিকেরেন। বল ধরে স্টাম্প ভেঙে দিলেন কিপার জস বাটলার, স্টাম্পিং। ইংলিশ অধিনায়কের মুখে ফুটে উঠল আকর্ণ বিস্তৃত হাসি। পরে সতীর্থদের সঙ্গে মাঠও ছাড়লেন তিনি হাসি মুখে, অবশেষে! টানা পাঁচ ম্যাচে হারের হতাশায় ডোবার পর যে জয়ের স্বাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে তলানির লড়াইয়ে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের জয় ১৬০ রানে। ৩৩৯ রানের পুঁজি গড়ে ডাচদের ১৭৯ রানে গুটিয়ে দেয় বাটলারের দল।
এই জয়ে তলানি থেকে সাত নম্বরে উঠে এলো ইংল্যান্ড। উজ্জ্বল করল সেরা আটে থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।
সাত থেকে বাংলাদেশ নেমে গেল আটে। পরের দুটি স্থানে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। চার দলেরই পয়েন্ট সমান ৪। ম্যাচ বাকি সবার একটি করে।
আসরে আট ম্যাচে ইংল্যান্ডের স্রেফ দ্বিতীয় জয় এটি। এবারের নায়ক বেন স্টোকস। বিশ্বকাপে নিজের প্রথম শতকে ৮৪ বলে ৬টি করে ছক্কা ও চারে ১০৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই।
দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিতে ৭৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৭ রান করেন ওপেনার দাভিদ মালান। আটে নেমে ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস।
বোলিংয়ে ভালো করেন প্রায় সবাই। সমান ৩টি করে শিকার ধরেন অফ স্পিনিং অলরাউন্ডার মইন ও লেগ স্পিনার আদিল রশিদ।
একটি উইকেট নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে ইয়ান বোথামের পাশে বসেন ওকস, দুজনেরই উইকেট এখন ৩০টি করে।
এমআই