অনলাইন ডেস্ক:
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের জন্য গতকাল শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। মাত্র পাঁচ ফুটবলার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পের বাকি খেলোয়াড়রা যোগ দেবেন দুই থেকে তিন দিন পর। আনুষ্ঠানিভাবে ঘোষণা না করলেও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। চূড়ান্ত কিছু না হলেও বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে হামজা দেওয়ান চৌধুরীকে। তবে ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় কানাডাপ্রবাসী শমিত সোম নেই নেপাল ম্যাচের প্রস্তুতির দলে। কাঠমান্ডুতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে লাল সবুজের দলটি।
প্রীতি ম্যাচের জন্য হামজাকে পেতে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে ইতিবাচক সাড়া পাবেন বলে গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তাঁর ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তাঁর ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’
বর্তমানে লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে আছেন হামজা। তাঁর ক্লাব ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে থাকায় সেপ্টেম্বরে খেলা না থাকার সম্ভাবনাই বেশি। তাছাড়া হামজা চৌধুরী বর্তমানে লেস্টার সিটির স্কোয়াডে নিয়মিত থাকছেন না। যদিও গত রাতের ম্যাচে হামজাকে অধিনায়ক করে প্রথম একাদশেই রেখেছে লেস্টার। দুর্দান্ত এক গোল করলেও জয়ের দেখা পায়নি তার দল।
সবকিছু মিলিয়ে বাফুফে হামজাকে হামজাকে পেতে যেমন আশাবাদী, তেমনি করে শমিতকে পাওয়ার আশা নেই বলে তাঁকে দলে রাখেনি বাফুফে। মূলত কানাডার ক্লাব কাভারলির ৬ ও ১৪ সেপ্টেম্বর লিগের দুটি ম্যাচ রয়েছে। একই সময়ে বাংলাদেশের ম্যাচ বলে বাফুফে শমিত সোমকে পাওয়ার জন্য কানাডিয়ান ক্লাবের সঙ্গে চিঠি চালাচালি করেনি।
অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। এই ম্যাচকে টার্গেট করে নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা। বুধবার মাত্র পাঁচ ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করায় নানান প্রশ্ন উঠেছে। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা আবাহনীর ফুটবলাররা আজ এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ক্যাম্পে উঠবেন আগামীকাল।
ম্যানেজার আমের খান জানান, ‘জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে এজন্যই ক্যাম্পে ডেকেছেন কোচ।’
একে