তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজের নবনির্মিত ১০ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসে ছাত্রী উঠানোর প্রক্রিয়া শুরু। উদ্বোধনের পর এ প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছে ১ বছর ৮ মাস।
২০২২ সালের ১৮ই এপ্রিল একই সাথে সরকারি তিতুমীর কলেজে নবনির্মিত ১০ তলা দুটি একাডেমিক ভবন ও নির্মানাধীন দু’টি আবাসিক হল এবং পাশাপাশি ‘হৃদয়ে মুজিব’ শিরোনামের বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । ১ বছর ৮ মাস আগে উদ্বোধন হওয়া ছাত্রী হলে শিক্ষার্থী উঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে।
আজ (বৃহস্পতিবার) কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নতুন ছাত্রী হলে শিক্ষার্থী উঠানোর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসে শিক্ষাবর্ষ ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ছাত্রীদের সীট বরাদ্দ দেওয়া হবে। আপনার বিভাগের ছাত্রীদের ছাত্রীনিবাসের অফিস কক্ষ থেকে আবেদন ফরম আগামী ১৫/১১/২০২৩ তারিখ থেকে ৩০/১১/২০২৩ তারিখ পর্যন্ত (সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত) সংগ্রহ করে বিভাগীয় প্রধানের সুপারিশক্রমে উক্ত কক্ষে জমাদানের জন্য বলা হলো"
এমআই