নিজস্ব প্রতিবেদক:
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে রোববার ভোর ৬টা থেকে।
এই কারণে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে দূর পাল্লার বাস চলাচল বন্ধ। রোববার সকাল থেকে। এখান থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এদিকে যাত্রীদের উপস্থিতিও কম, যে অল্প সংখ্যক যাত্রী এসেছেন, বাস না ছাড়ার কারণে তারাও যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।
অন্যদিকে মহাখালী মোড় থেকে বাস টার্মিনাল পেরিয়ে নাবিস্কো, তিব্বত পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন গন্তব্যের বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে। পাশাপাশি টার্মিনালের ভেতরেও বাস রয়েছে। আর বাস টার্মিনালের সামনে নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা।
এস.এম