শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার, নভেম্বর ১৩, ২০২৩
আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার খুলনা আসছেন। তিনি দলীয় জনসভাস্থল থেকে খুলনার ২২টি প্রকল্পের উদ্বোধন ও নতুন দুটি প্রকল্পের ভিস্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ। গোটা শহর ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গোটা খুলনা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। স্টেডিয়াম, সার্কিট হাউজ ও সার্কিট হাউজ ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সর্বদা নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বিভিন্ন সড়কে তোরণ বানানো হয়েছে। জেলা-উপজেলায় উন্নয়নের প্রচারপত্র বিলি হচ্ছে। সরকারি-বেসরকারি অফিস আলোকসজ্জা করা হয়েছে। প্রধানমন্ত্রীর আসার কারণে খুলনার মানুষ উচ্ছ্বসিত বলছেন নেতা-কর্মীরা।

সাড়ে ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে খুলনা এখন উৎসবের নগরী। সোমবার দুপুরে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সমাবেশ সফল করতে খুলনা বিভাগের ১০ জেলাসহ পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ থেকেও যোগ দেবেন নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, সমাবেশ নিয়ে সকলেই খুব উচ্ছ্বসিত। খুলনা শহরে বিরাজ করছে উৎসবের আমেজ।

এদিকে খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরে ২২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নতুন দুটি প্রকল্পের ভিস্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে গণপূর্ত বিভাগের আটটি; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১০টি, সুন্দরবন পর্যটন উন্নয়নে একটি, কৃষি সম্প্রসারণ বিভাগের একটি এবং সিটি করপোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি করে প্রকল্প উদ্বোধন করবেন।

এর আগে, সবশেষ ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানে সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসজে/আরইউ 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল