সর্বশেষ সংবাদ
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের 'পাবলিক রুলস, একাডেমিক রুলস এন্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস)' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া এ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।
কর্মশালায় রিসোর্স পারসনরা পাবলিক রুলস, একাডেমিক রুলস এন্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস) নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আগে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় নকল, প্রাতিষ্ঠানিক অসততার মতো অনেক ঘটনা ঘটতো। পরবর্তীতে আমরা বুকলেটের মাধ্যমে এ ধরনের অপরাধের কোন ধরনের শাস্তি হতে পারে এ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার চেষ্টা করেছি। এর ফলে এ ধরনের ঘটনা অনেক কমে এসেছে।'
তিনি আরও বলেন, 'একজন শিক্ষক হিসেবে আপনাদের অবস্থান সবার উপরে, কিন্তু এর মানে এই না যে আপনারা নিয়মের বাইরে। আপনারা সবসময় শিক্ষার্থীদের এ বিষয়ে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের আরও সেশনের আয়োজন হবে।'
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো: রাশিদুল ইসলাম শেখ বলেন, 'আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে বলে দিয়েছি ফাইনালে পরীক্ষার পূর্বে ইনকোর্সের নাম্বার ঝুলিয়ে দিতে হবে। কোন কারণে না ঝুলানো গেলে অনলাইনে শিক্ষার্থীদের গ্রুপে দিয়ে দিতে হবে। সকলে আইন মেনে চললে বিশ্ববিদ্যালয়ের চলার পথ মসৃন হবে।'
এস.এম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল