আদালত প্রতিনিধি:
মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় ফের পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাব আদালতে কোন প্রতিবেদন দাখিল করতে পারেনি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেছেন। এনিয়ে ১০৩ বার প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন করা হয়।
এ ঘটনায় মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সময় জার্নাল/এলআর