স্পোর্টস ডেস্ক:
আহমেদাবাদে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনালের জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের জন্য বেশ কয়েকজন অদম্য এবং খেলার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ধারাভাষ্য প্যানেল ঘোষণা করা হয়েছে।
ফাইনালের ধারাভাষ্য প্যানেল
কাস নাইডু, রবি শাস্ত্রী, রিকি পন্টিং, ইয়ান স্মিথ, সঞ্জয় মাঞ্জরেকার, অ্যারন ফিঞ্চ, নাসের হুসেন, হর্ষ ভোগলে, দিনেশ কার্তিক, ম্যাথিউ হেইডেন, ইয়ন মরগান, ইয়ান বিশপ, শেন ওয়াটসন, সুনীল গাভাস্কার এবং মার্ক হাওয়ার্ড।
রবি শাস্ত্রীর আইকনিক ভয়েস বহুল প্রতীক্ষিত টসে বিদ্যুৎ নিয়ে আসবে যখন নাসের হুসেন এবং সঞ্জয় মাঞ্জরেকারের বিশেষজ্ঞ বিশ্লেষণ আহমেদাবাদের ২২ গজ কী অফার করবে তার উপর আলোচনা করবে।
এছাড়াও রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড কেটলবরো মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন এবং জোয়েল উইলসন তৃতীয় আম্পায়ার হবেন। ক্রিস গ্যাফানি হবেন চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফাইনাল পরিচলনা করবেন।
এমআই