নিজস্ব প্রতিনিধি:
দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টকে নিয়ে কটুক্তি ও আদালত অবমাননা মামলায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব (৬৯)।
সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকা হতে তাকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।
তিনি বলেন, উচ্চ আদালতকে কটুক্তির মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সময় জার্নাল/এলআর