নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তুলসী রঞ্জন সাহাকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়ে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে নিয়োগ দিয়েছে সরকার।
আজ রবিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উক্ত কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়ে কর্মস্থলে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সময় জার্নাল/আরইউ