স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
ম্যাচ জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৭৫ রানের। জয়ের কাছাকাছিও চলে এসেছিল ম্যাচ। হয়তো গ্লেন ম্যাক্সওয়েলের অভাবেই ম্যাচটি হেরেছে অসিরা। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৪০ রান। অথচ আগের ম্যাচে ২ ওভারে ৪৩ রান দরকার থাকলে সেটি ঠিকই করে ফেলেছেন ম্যাক্সওয়েল, অবদান ছিল ওয়েডেরও।
অসিদের যখন ৪০ রান প্রয়োজন তখন পিচে ছিলেন ম্যাথিউ ওয়েড ও ক্রিস গ্রিন। কিন্তু তারা কেউই ম্যাক্সওয়েলের ভূমিকায় খেলে অস্ট্রেলিয়াকে জেতাতে পারলেন না। নিতে পেরেছেন মাত্র ১৯ রান। অবশেষে সিরিজ জয়ের লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত ব্যর্থ হলো অসিরা।
এর আগে রায়পুরের বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ম্যাথিউ ওয়েড। ব্যাট করতে পাঠান সুর্যকুমার যাদবদের। ব্যাট করতে নেমে কোনো ভারতীয় ব্যাটার বড় কোনো ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৬ (২৯ বলে) রানের ইনিংস খেলেছেন রিঙ্কু সিং।
ব্যাট করতে নেমে দুই ওপেনার জসস্বি জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় ৬ ওভারে ৫০ রানের ঝোড়ো জুটি গড়ে দেন। ২৮ বলে ৩৭ রান করে এ সময় আউট হন জসস্বি জয়সওয়াল। রুতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৩২ রান করে আউট হন।
রিঙ্কু সিং আর জিতেশ শর্মা মিডল অর্ডরে কিছুটা প্রতিরোধ গড়ে দাঁড়ালে ভারত সম্মানজনক একটা স্কোরে পৌঁছায়। রিঙ্কু সিং ৪৬ রান করেন। জিতেশ শর্মা করেন ৩৫ রান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৪০ রান করে ফেলে অসিরা। এরপর ১২ নিতেই চলে যায় ৩ উইকেট। এরপর ম্যচ এগিয়ে দেন টিম ডেভিড ও ম্যাথিউ শর্ট।
ওপেনার ট্রাভিস হেড করেন ১৬ বলে ৩১ রান। বেন ম্যাকডারমট ও টিম ডেভিড করেন ১৯ রান করে। ২২ রানের ইনিংস খেলেন ম্যাথিউ শর্ট। ৩৯ রান করেছেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড।
ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। ২টি উইকেট পেয়েছেন দীপক চাহার।
সময় জার্নাল/এলআর