নিজস্ব প্রতিবেদক:
দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে। তবে গতমাসের তুলনায় কমেছে মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের প্রাণহানি হয়েছে জ্বরটিতে। মৃত ব্যক্তি রাজধানী ঢাকার বাসিন্দা। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন।
শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬২৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৪২ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৮৭ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৯১৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৩৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৪৬৬ জন।
এমআই