বাকৃবি সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইল দখলদার বাহিনীর আগ্রাসন ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সাংস্কৃতিক সংহতি সমাবেশ 'ইন্তিফাদা ফিলিস্তিন' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ লা ডিসেম্বর) বিকাল ৪:৩০ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখা এই সাংস্কৃতিক সবাবেশটি আয়োজন করেন।
অনুষ্ঠানে বিপ্লবী বক্তৃতা, প্রতিবাদী গান ও কবিতা পাঠ করে ফিলিস্তিনে ঘটে যাওয়া নির্যাতন, অত্যাচার ও শিশু হত্যার চিত্র বর্ণনা করে প্রতিবাদ জানান চারণের সদস্যরা। এছাড়া অনুষ্ঠানে ফিলিস্তিনের উপর নির্মম হত্যাকাণ্ডের ছবি প্রদর্শনী এবং সাধারণ মানুষের প্রতিবাদ স্বরুপ গণ স্বাক্ষর কার্যক্রম রাখা হয়।
সাংস্কৃতিক সমাবেশের শুরুতে মূল বক্তব্য পেশ করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় প্রতিনিধি অজিত দাস এবং সংহতি বক্তব্য প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি রিফা সাজিদা।
সমাবেশের মূল বক্তা অজিত দাস চলমান ফিলিস্তিনের পরিস্থিতি ব্যক্ত করে বলেন, একটি পুরো জনগোষ্ঠীকে যখন নিশ্চিহ্ন করার পরিকল্পনা করা হয় তখন পৃথিবীর কোনো বিবেকবান মানুষ বসে থাকতে পারে না। আমাদের যতোটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য নিয়েই আমরা এর প্রতিবাদে দাঁড়াবো। এটাই পৃথিবীর প্রত্যেকজন সচেতন বিবেকবান মানুষের দায়িত্ব হওয়া উচিৎ। সে জায়গা থেকেই আমাদের সংগঠন চারণ সাংস্কৃতিক কেন্দ্র হতে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে। বিভিন্ন গান এবং কবিতার মধ্য দিয়ে আপনাদের কাছে আহবান জানাতে চাই, পৃথিবীতে যেখানেই অন্যায় হচ্ছে সেখানেই রুখে দাঁড়ান। পৃথিবীর একপ্রান্তে ফিলিস্তিনিদের উপর যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে যেমন আমাদের দাঁড়ানো দরকার, আমাদের দেশেও যেসকল অন্যায় হচ্ছে, দুর্বলের উপর যে সবলের অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি বিবেকবান, মানুষের দাঁড়ানো দরকার।
এমআই