নিজস্ব প্রতিবেদক:
গত ৪২ দিনে ২৬৭টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৬৭টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে।
আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে- বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৬টি।
সবশেষ গত ৭ ডিসেম্বর ঢাকা নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর সংবাদ পায় ফায়ার সার্ভিস। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এবং ১০ জন জনবল কাজ করে।
এমআই