স্পোর্টস ডেস্ক:
মিরপুরের স্পিন-ফাঁদে উইকেট হারানোর আগেই দলকে এগিয়ে দিচ্ছেন গ্লেন ফিলিপস। মারকুটে ব্যাট করে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাড়াচ্ছেন তিনি। টেস্ট ম্যাচ হলেও প্রতি ওভারেই হাঁকাচ্ছেন বাউন্ডারি। ৫১ বলে ৬০ রান করে অপরাজিত আছেন এই ডানহাতি কিউই ব্যাটার। তাকে সঙ্গ দিচ্ছেন কাইল জেমিসন।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৩০ রান। বাংলাদেশ থেকে ৪০ রান পিছিয়ে আছে কিউইরা।
এর আগে বৃষ্টির পর মাঠে নেমেই আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে সেটি বেশিক্ষণ চলতে দেননি অফস্পিনার নাঈম হাসান। কিউইদের ৬০ বলে ৪৯ রানের জুটি ভাঙেন তিনি।
২১তম ওভারে নাঈমকে লং অন অঞ্চলে আকাশে তুলে মারেন মিচেল। মিড অফ অঞ্চল থেকে দৌড়ে এসে ৩৯ বলে ১৮ করা মিচেলকে দুর্দান্ত ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।
এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরালেন নাঈম। ব্যাটের কানায় বল লাগিয়ে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতের ধরা পড়েন স্যান্টনার। ৭ বলে ১ রান করেন এই কিউই ব্যাটার।
এমআই