মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পদোন্নতি পেয়ে সচিব হলেন সেলিম উদ্দিন

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩
পদোন্নতি পেয়ে সচিব হলেন সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবদেক:

সচিব পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাং সেলিম উদ্দিন। 

পদোন্নতি পাওয়া সেলিম উদ্দিনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাৎ সেলিম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সেলিম উদ্দিন ১৯৯৪ সালের ২৫ এপ্রিল নওগাঁ জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি চাঁদপুর, বান্দরবান পার্বত্য জেলা ও বান্দরবান জেলা পরিষদে সহকারী/সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি কক্সবাজার জেলার রামু উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও ভোলা জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া মন্ত্রণালয় পর্যায়ে তিনি বিভিন্ন সময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব/ উপসচিব/যুগ্মসচিব/অতিরিক্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 


এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল