বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
মো: মিরাজ হোসাইন:
সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (জিটিসিইএলসি) আয়োজিত প্রথম 'ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৩'-এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
(১২ ডিসেম্বর) মঙ্গলবার কলেজের ইংরেজি বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সালেকা মাহমুদ, সহোযোগী অধ্যাপক ড. পরিতোষ মন্ডল, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সারোয়ার, ক্লাবটির উপদেষ্টা প্রভাষক মো: নাদিমুল হকসহ শিক্ষকবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিহ্মার্থীরা।
ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৩ সম্পর্কে জিটিসিইএলসির সভাপতি জাহিদ হাসান রাকিব বলেন, একবিংশ শতাব্দীতে নিজেকে এগিয়ে রাখতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে তিতুমীরের শিক্ষার্থীদের জন্য শ্রেষ্ঠ প্লাটফর্ম, সে লক্ষ্যে এই আয়োজন।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানি বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব শুধু তিতুমীর কলেজ নয় , বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঙ্গনে ভূমিকা রাখতেই আমাদের ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল।
উল্লখ্য, কেমন হয় যদি সকল শিহ্মার্থীকে আমন্ত্রণ জানিয়ে একটি প্লাটফর্ম থেকে ইংরেজিতে দহ্ম করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এই ভাবনা থেকে সরকারি তিতুমীর কলেজ এর শিহ্মার্থিরা, "Make Your English Better Than Before" এই প্রতিপাধ্যকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে গভ. তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।
এমআই