স্পোর্টস ডেস্ক
বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রতিবছর ফুটবল মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে থাকে। যা ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামেও পরিচিত।
এবার ২০২৩ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে ফিফা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও এখানে হয়েছিল অনুষ্ঠানটি। আর অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড।
তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসি। কেননা এবারও ফিফার বর্ষসেরার তালিকায় মনোনয়ন পেয়েছেন লা পুলগা। কদিন আগেই জিতেছেন নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর। এবার সামনে আরেকটি ইতিহাস রচনার হাতছানি।
ফিফার বর্ষসেরার তালিকায় মেসির সঙ্গে মনোনয়ন পেয়েছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং পিএসজি ও ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ক্রীড়া সাংবাদিক ও ভক্তদের ভোটের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।
এমআই