বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর বয়সভিত্তিক কোনো আসরে আর সুবিধা করতে পারেনি টাইগার যুবারা। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত তারা। ইনফর্ম টাইগারদের সামনে এবার শক্তিশালী ভারত। সেমি ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।

আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুব টাইগাররা। সর্বশেষ গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ-

মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল