মুরাদ ইমাম কবির,হিলি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় দুবাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়। বিজিবির পক্ষ থেকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ দেওয়া এর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এছাড়া হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকেও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ এবং ভারতের অভিবাসন ও কাস্টমস কর্মকর্তাদের মিষ্টি উপহার দেওয়া হয়।
সীমান্তে দায়ীত্বরত দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃড় করতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়ার এই রেয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।
সময় জার্নাল/এলআর