ইউনুস রিয়াজ গবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) এর উদ্ভোধনী সেমিনার "ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ফর কর্পোরেট জব প্রিপারেশন" অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টায় উদ্বধোনী এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনলাইন প্লাটফর্মে(গুগল মিট) সেমিনারটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে জিবিসিডিসি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব মীর স্বাগত বক্তব্য রাখেন। এরপর সেশন ট্রেইনার তাজদীন হাসান(দ্যা ডেইলী ষ্টারের চীফ বিজনেস অফিসার) ও মো. আব্দুল কাইয়ুম( আরএসপিএল হেলথ বাংলাদেশ লিমিটেড এর এইচআর এন্ড এডমিন) সেশন সম্পন্ন করেন।
সেমিনারের সেশন ট্রেইনার তাজদীন হাসান তুলে ধরেন ক্লাব এক্টিভিটিস কতটা গুরুত্বপূর্ণ ভবিষ্যত ক্যারিয়ারেরর জন্য। পাশাপাশি তিনি জব মার্কেটে স্মার্ট কাজের গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।
এবং সেশন ট্রেইনার মো. আব্দুল কাইয়ুম চাকরির ক্ষেত্রে সিভি তৈরি কিভাবে করতে হবে এবং জব খোঁজার প্রস্তুতি কিভাবে নিবেন সে বিষয়ে আলোচনা করেন।
সেমিনারের সম্মানিত অতিথি ক্লাবটির শিক্ষক উপদেষ্টা ও বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ফুয়াদ হোসেন বলেন, ' আমাদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব অনেক জরুরি ছিলো। যেটা শুরু করা সম্ভব হয়েছে। আমি চাই আমার ছাত্রছাত্রীরা তাদের স্কিল ডেভলপ করুক, জব মার্কেট চিনুক। ইন্ডাস্ট্রি ও একাডেমির সাথে যে কোলাবোরেশান সেটা তারা জানুক। এটাই চাইবো যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের কার্যক্রম সফল হোক সকলের সার্বিক এবং স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণেই'।
সেমিনার শেষে ক্লাবটির মেন্টর ও ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ বলেন,'ব্যাক্তিগত জীবনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং পরবর্তীতে শিক্ষিকা হওয়ার দরুন। আমি একটা বিষয় বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারি যে কোন বিষয় গুলো কেমন। হাসিব মীরের নেতৃত্বে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের শুরু হলো আমি আশাবাদী এই ক্লাবের মাধ্যমে আমাদের ক্যারিয়ার বিষয়ক স্কিল ডেভলপ হবে, শিক্ষার্থীরা সুন্দর ভাবে শিক্ষা পরবর্তী জীবনে তাদের কর্মক্ষেত্রে দারুণ পদচিহ্ন রেখে যাবেন। আমরা বলতেই পারি এই ক্লাবের হাত ধরেই গণ বিশ্ববিদ্যালয়ের নাম সবার মাঝে ছড়িয়ে যাবে'।
উদ্বোধনী এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পারভেজ আহমেদ, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান ক্যাপ্টেন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আহসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীগণ এবং জিবিসিডিসি আয়োজিত এই সেমিনারে সহযোগী হিসেবে ছিলেন "এক্সিলেন্স বাংলাদেশ"।
সময় জার্নাল/এলআর